Site icon Jamuna Television

বিশ্বকাপের আগেই মাঠে ফিরবেন নেইমার

পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। এ খবর নিশ্চিত করেছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক।

গেল রোববার মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতার হাড় ভেঙ্গে যায় নেইমারের। পরে শনিবার ব্রাজিলের বেলো হরিজন্তে অস্ত্রপচার করা হয়ে তাকে। তবে ইনজুরি কাটিয়ে পুরো পুরি ফট হয়ে ফিরতে নেইমারের সময় লেগে যাবে আড়াই থেকে ৩ মাস।

১৪ জুন শুরু হবে রাশিয়া বিশ্বকপ। যেখানে ২৬ বছর বায়সি নেইমারকে পেতে কোন রকম ঝুঁকি নিতে চায় না ব্রাজিল ফুটবল ফেডারেশন।

Exit mobile version