Site icon Jamuna Television

৩ দিনের সফরে ভিয়েতমানের প্রেসিডেন্ট ঢাকায়

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দেই কোয়াং তিনদিনের সফরে আজ রোববার ঢাকা পৌঁছেছেন। বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিয়েতনাম প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। রোহিঙ্গা ইস্যু ছাড়াও আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে ভিয়েতনামের সমর্থন চায় বাংলাদেশ।

প্রসঙ্গত, ভিয়েতনাম ও মিয়ানমার উভয়ই আসিয়ানের সদস্য। গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদ ভোটাভুটিতে মিয়ানমারকে সমর্থন করেছিল ভিয়েতনাম।

২০০৪ সালের পর এই প্রথম ভিয়েতনামের কোনও প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করছেন।

Exit mobile version