Site icon Jamuna Television

বিয়ে করলেন সালমান শাহর স্ত্রী

ঢাকাই সিনেমার কিংবদন্তী সালমান শাহ ১৯৯৬ সালে মৃত্যুবরণের পর তার স্ত্রী সামিরা বিয়ে করেন সালমানেরই বন্ধু মোশতাক ওয়াইজকে।সামিরা-মোশতাকের সংসারে ৩ সন্তানের জননী সামিরা। গণমাধ্যমে দাবি করতেন সুখেই আছেন তারা। কিন্তু দাবী করা সেই সুখ স্থায়ী হয়নি তাদের। সম্প্রতি সামিরার সাবেক স্বামী মোশতাক নিশ্চিত করেছেন নতুন করে আবারও বিয়ে করেছেন সামিরা।

গত কদিন ধরেই সামিরার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। এব্যাপারে জানতে ফোন করা হলেও সাড়া দেননি তিনি। তবে সামিরার সাবেক স্বামী মোশতাকের সাথে যোগাযোগ করা হলে গতকাল শনিবার (১৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন তিনি। মোশতাক জানিয়েছেন, বেদনাদায়ক হলেও সত্যি যে সামিরা বিয়ে করেছে। তার সাথে আমি আগেও সবসময় ছিলাম, ভবিষ্যতেও ভাল বন্ধু হয়ে থাকবো।

জানা গেছে সামিরার নতুন স্বামী সাবেক জাতীয় ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিচ্ছেদের ব্যাপারে মোশতাক বলেন, গত ২১ মার্চ আমাকে ডিভোর্স নোটিশ পাঠায় সামিরা। এটা দুজনের সম্মতিতেই কার্যকর হয়েছে ২১ জুন।

/এসএইচ

Exit mobile version