Site icon Jamuna Television

রামেশ্বরমে ভাসানো হলো শ্রীদেবীর ভষ্ম

বলিউড সুপারস্টার শ্রীদেবীর শেষকৃত্যের পর তার চিতাভষ্ম ভাসানো হয়েছে রামেশ্বরাম সমুদ্রে। স্বামী বনি কাপুর, মেয়ে জাহভি কাপুর ও খুশি কাপুর সমুদ্রে ভাসান তাদের প্রিয়জনের ভষ্ম।

এর আগে শনিবার পরিবারের সদস্যরা চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন চিতাভস্ম নিয়ে।

তামিলনাড়ুর এক গ্রামে জন্ম হয়েছিল শ্রীদেবীর। তামিল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয় দক্ষতার জোরে পুরো ভারত, এমনকি এক সময় উপমহাদেশের সিনেমাপ্রেমীদের নয়নের মণি হয়ে ওঠেন।

দক্ষিণ ভারতের এই কৃতি কন্যার শেষকৃত্যেও তাই দক্ষিণী রীতিতে তাকে সাজানো হয়। একই কারণে চিতাভষ্মও ভাসিয়ে দেয়া হল চেন্নাইয়ের রামেশ্বরমে।

হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর পর ‘অস্থি বিসর্জন’ গুরুত্বপূর্ণ রীতি। যা মৃত ব্যক্তির শেষকৃত্যের পর সম্পন্ন করে তার পরিবার। গত বুধবার শেষকৃত্য সম্পন্ন হয় ৫৪ বছর বয়সী নায়িকার।

২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে দুর্ঘটনাবশত বাথটাবে ডুবে মারা যান শ্রীদেবী। ভাগ্নে মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। তারপর অনেক আইনি জটিলতা কাটিয়ে দেশে নিয়ে আসা হয় শ্রীদেবীর দেহ।

Exit mobile version