Site icon Jamuna Television

চীনে কয়লা খনিতে দুর্ঘটনা, আটকা পড়েছে ১৯ শ্রমিক

চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আটকে পড়া ১৯ শ্রমিককে উদ্ধারে চলছে রুদ্ধশ্বাস অভিযান। নিহত শ্রমিকের মরদেহ ও অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার উত্তর পশ্চিমাঞ্চলীয় কিনঘাই প্রদেশে হয় এ দুর্ঘটনা ঘটে। গাংচা কাউন্টির ওই খনিতে কাজ করছিলেন ২১ শ্রমিক।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভূমিধসের কারণে আটকে যায় গুহার মুখ। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে শতাধিক ফায়ার সার্ভিস কর্মী। ৩২টি ফায়ার ইঞ্জিনসহ ৩০ হাজারের বেশি উদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। দুর্যোগ মন্ত্রণালয়ের তরফ থেকেও পাঠানো হয়েছে বিশেষজ্ঞ দল।

রোববার এক সংবাদ সম্মেলনে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে চলতি মাসের শুরুতেই খনিটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপরও অবৈধভাবে চলছিলো কয়লা উত্তোলন।

ইউএইচ/

Exit mobile version