Site icon Jamuna Television

ইপিএল এ বিগ ম্যাচ: মুখোমুখী ম্যানসিটি-টটেনহ্যাম

বাংলাদেশ সময় সাড়ে ৯ টায় শুরু হবে ম্যাচটি।

ইপিএলে আজ রাতে বিগ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটসপার। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে এই ম্যাচ।

টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়েই লিগ অভিযান শুরু করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইনজুরির কারণে এই ম্যাচ মিস করবেন ফিল ফোর্ডেন। এছাড়া নিজেদের ১ম ম্যাচে কেভিন ডি’ব্রুইনার সার্ভিসও পাবে না সিটিজেনরা। গ্যাব্রিয়েল হেসুস ফিট থাকলেও, ফলস নাইন দিয়েই একাদশ গড়বে সিটি। আজ ম্যানসিটির হয়ে অভিষেক হবে জ্যাক গ্রিলিশের। অন্যদিকে সিটিতে যেতে মরিয়া হেরি কেইনকে বেঞ্চে বসিয়ে একাদশ গড়তে পারেন টটেনহ্যাম কোচ নুনো।

/এসএইচ

Exit mobile version