Site icon Jamuna Television

করোনা সংক্রান্ত বিশেষ পাসের প্রতিবাদে উত্তাল ফ্রান্স

করোনা পাসের প্রতিবাদে প্যারিসের রাস্তায় জনসমূদ্র।

করোনা সংক্রান্ত বিশেষ পাস বন্ধের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স। গতকাল শনিবার (১৪ আগস্ট) পঞ্চম দফায় রাজধানী প্যারিসের রাস্তায় জমায়েত হন হাজার হাজার বিক্ষোভকারী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই শহরে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর দেড় হাজার সদস্য। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিক্ষেপ করা হয় টিয়ার গ্যাস। সম্প্রতি দেশটিতে করোনার প্রকোপ ফের বাড়তে শুরু করায় জারি করা হয় এ আইন।

রেস্টুরেন্ট, বার, স্টেডিয়ামে প্রবেশ এবং দূরে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজন হবে কোভিড-১৯ এর বিশেষ এ পাস। এর বিরুদ্ধে অবস্থান নেন দেশটির সাধারণ মানুষ। দাবি, বিশেষ এ পাস নাগরিকদের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপের সামিল।

/এসএইচ

Exit mobile version