Site icon Jamuna Television

কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ডোবায়, শিশুসহ নিহত ৭

কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ডোবায় পড়ে ৭ জন নিহত। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ডোবায় পড়ে নারী-শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেন্ডিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জন নারী ও এক শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁশখালির দিকে যাচ্ছিলো যাত্রীবাহী মাইক্রোবাসটি। ভেন্ডিবাজার এলাকায় বাঁক নেয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারায়। এতে ডোবায় পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ৭ জনের মরদেহ উদ্ধার করে।

ইউএইচ/

Exit mobile version