Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে দেশপ্রেম, সাহসিকতা, প্রজ্ঞা ও ত্যাগ ছিল: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম, সাহসিকতা, প্রজ্ঞা ও ত্যাগ ছিল। যা তাকে বিশ্ব দরবারে অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে। বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

জি এম কাদের জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ নিহতদের স্মরণ করেন এবং আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা। তাকে এদেশের মানুষ বিশ্বাস ও আস্থার সঙ্গে অন্তরে স্থান দিয়েছে। ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।

Exit mobile version