Site icon Jamuna Television

করোনা কেড়ে নিলো সাজু খাদেমের মাকে

সাজু খাদেম ও তার সদ্য প্রয়াত মা। ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে জনপ্রিয় টিভি অভিনেতা সাজু খাদেমের মা তহুরুন্নেসা মারা গেছেন।

রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

অভিনেতার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তহুরুন্নেসা। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রায় ১০ আইসিইউতে থাকার পর আজ দুপুরে তার মৃত্যু হয়।

সাজু খাদেমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তার মাকে সমাহিত করা হবে বলে জানান আহসান হাবিব নাসিম।

Exit mobile version