Site icon Jamuna Television

বাংলাদেশে করোনায় মৃত্যু ছাড়ালো ২৪ হাজার

দেশে করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের প্রাণহাণিসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ১৭৫ জনে।

রোববার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার করোনায় মারা গিয়েছেন ১৭৮ জন। শুক্রবার সংখ্যাটি ছিল ১৯৭। একদিনে করোনা শনাক্তের হার ২০.২৫ শতাংশ যেখানে গতকাল শনিবার করোনা শনাক্তের হার ছিল ২০.৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১টি।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৬৮৪ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১১ হাজার ৩৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Exit mobile version