Site icon Jamuna Television

দশ বলে ওভার শেষ করলেন বুমরাহ

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে এক ওভারে চারটি নো বল করে বিতর্কের মুখে পড়েছেন ভারতীয় পেসার যশপ্রিত বুমরাহ। এক ওভারে চারটি নো বল আর পাচঁটি বাউন্সার দেন বুমরাহ। সব মিলিয়ে দশ বলে ওভার শেষ করেন বুমরাহ।

১২৫ তম ওভারে জেমস অ্যান্ডারসনকে আগ্রাসীভাবে বল করাতে পুরো ক্রিকেট বিশ্বের কাছে সমালোচিত হচ্ছেন বুমরাহ। চারটি নো বলের মধ্যে তিনটি ইয়র্কার বলও করেন তিনি।

এমন আগ্রাসী বোলিংকে উদাহরণ হিসাবে দেখিয়ে টেস্টে ফ্রি হিটের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Exit mobile version