Site icon Jamuna Television

কিংবদন্তি স্ট্রাইকার জার্ড মুলার মারা গেছেন

মারা গেলেন জার্মান কিংবদন্তি স্ট্রাইকার ও বায়ার্ন তারকা জার্ড মুলার। সেরা এই তারকা ফুটবলার ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৭৪ সালে বিশ্বকাপ ফাইনালে হল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলটি তার পা থেকেই আসে। এছাড়াও ৪২৭টি বুন্দেসলিগায় ৩৬৫টি গোলের রেকর্ডও করেছিলেন মুলার। সেইসাথে এক মৌসুমে বুন্দেসলিগার সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও তার দখলেই ছিলো। যা মাত্র দুই মাস আগে লেভানডোভস্কি ভাঙতে পেরেছেন।

২০১৫ সালে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন মুলার। বায়ার্ন ইতিহাসে চির উজ্জ্বল নক্ষত্র হিসাবে থাকবে মুলারের নাম, এমনটিই জানিয়েছে ক্লাবটি।

Exit mobile version