Site icon Jamuna Television

আফগানিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ স্থগিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সাথে আফগানিস্তানের তিন ওয়ানডের সিরিজ হওয়ার কথা চলছিল অনেক দিন ধরেই। বেশ কয়েক ধাপ পেছানোর পর এবার সেই সিরিজ স্থগিতই করা হলো।

রোববার (১৫ আগস্ট) এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষ এ সিরিজ স্থগিত করতে সম্মত হয়েছে।

বিশ্বকাপের আগে আইপিএলের খেলা থাকায় ইংল্যান্ডের বাংলাদেশ সফরও স্থগিত হয়ে যায়। আইপিএলের কারণে পাকিস্তান সফরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলার সম্ভাবনা নেই ইংল্যান্ডের প্রখম সারির বেশ কয়েকজন ক্রিকেটারের।

Exit mobile version