Site icon Jamuna Television

নরসিংদীতে বাস চাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু

নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় বাস চাপায় আব্দুল হাই (৬০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কে রায়পুরা উপজেলার মরজাল ধুকুন্দীরচর এলাকায় রোববার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ধুকুন্দীর চর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি ধুকুন্দীর চর বাড়ি থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। কিশোরগন্জ থেকে ছেড়ে আসা অনন্যা সুপার নামের একটি বাস ঢাকাগামী অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় আব্দুল হাইকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী ঘাতক বাসটিকে আটক করে।

নিহতের স্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধাদের আয়োজিত একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। ধুকুন্দী বাজারে মহাসড়কের পাশ দিয়ে তিনি হেটে যাচ্ছিলেন। এসময় বাসটি আমার স্বামীকে মেরে চাপা দেয় । আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদা শেষ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পূর্ণ করা হবে।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে দ্রুত যানজট মুক্ত করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসচালক পলাতক রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের আপত্তিতে লাশ ময়নাতদন্ত না করেই হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version