Site icon Jamuna Television

হাইতির ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২৪

ভয়াবহ ভূমিকম্পে ক্যারিবিয়ান দেশ হাইতিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪ জনে। আহত প্রায় ৩ হাজার মানুষ।

শনিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, সেন্ট লুইস ডু-সুড শহর থেকে ১২ কিলোমিটার দূরে এর উৎপত্তিস্থল। প্রচণ্ড কম্পন অনুভূত হয় রাজধানী পোর্ট অব প্রিন্সে। ভেঙে পড়েছে বহু বাড়িঘর; বিধ্বস্ত রাস্তাঘাট। আরও ছয়টি আফটারশকের কথাও জানিয়েছে ইউএসজিএস।

এখনও ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। দুর্ঘটনার ফলে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। এর পাশাপাশি জরুরি সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এখনও ২০১০ সালের বিধ্বংসী ভূমিকম্পের প্রভাব কাটিয়ে উঠতে পারেনি হাইতি। ভয়াবহ সেই ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ২ লাখের বেশি মানুষের।

Exit mobile version