Site icon Jamuna Television

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জাপানের কিয়োসু ও হিরোশিমা দ্বীপ

বন্যায় বিপর্যস্ত জাপানের কিয়োসু ও হিরোশিমা দ্বীপ। ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জাপানের কিয়োসু ও হিরোশিমা দ্বীপ। প্রাণহানির শঙ্কায় সরিয়ে নেয়া হচ্ছে ২০ লাখ মানুষকে।

৭২ ঘণ্টার টানা বৃষ্টিতে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

শনিবার, কিয়োসুতে সর্বোচ্চ ৯৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট-ঘরবাড়ি। ভূমিধসের কারণে নাগাসাকিতে এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্তত দু’জন।

দেশটির আবহাওয়া বিভাগ বলছে, আগামী এক সপ্তাহ পর্যন্ত চলতে পারে ভারি বৃষ্টিপাত। তাই বন্যার পানি আরও বাড়তে পারে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরাতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

Exit mobile version