Site icon Jamuna Television

তালেবানের পুনরুত্থান: যা নিয়ে উদ্বিগ্ন মালালা

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করায় আফগানিস্তানের নারী, সংখ্যালঘু এবং মানবাধিকারের সমর্থকদের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন মালালা ইউসুফজাই। এছাড়া, এই ঘটনায় তিনি পুরোপুরি ধাক্কা খেয়েছেন বলেও জানান।

পাকিস্তানের আলোচিত মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই এক টুইট বার্তায় এসব কথা বলেন।

টুইটে মালালা বৈশ্বিক, আঞ্চলিক এবং স্থানীয় শক্তিগুলোকে যুদ্ধবিরতির জন্য আফগানিস্তানের পাশে থাকার আহ্বান জানান। এছাড়াও তিনি আক্রান্ত জনগণ, শরণার্থী ও বেসামরিকদের মানবিক সহায়তা করারা কথা বলেছেন।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার পর থেকে খুব অল্প সময়েই দেশটির বিভিন্ন এলাকা দখলে নেওয়া শুরু করে তারা। রোববার (১৫ আগস্ট) রাজধানীও দখলে নেয় তালেবান।

Exit mobile version