Site icon Jamuna Television

লেবাননে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত কমপক্ষে ২৮

ছবি: সংগৃহীত

লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা আক্কারে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৯ জন। খবর আল-জাজিরার।

রোববার সকালে তেলবাহী ট্যাংকারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তাদের জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন বলে লেবানন রেডক্রস জানিয়েছে।

লেবানন বর্তমানে তীব্র জ্বালানি সঙ্কট চলছে। গত সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি ট্যাংকার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। হাসপাতালগুলো জ্বালানি সংকটের কথা জানিয়ে যে কোনো সময় তাদের কার্যক্রম বন্ধ করে দিতে হতে পারে বলে সতর্ক করেছে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরি টুইটারে জানিয়েছেন, আক্কারের হত্যাকাণ্ড বন্দরের হত্যাকাণ্ড থেকে আলাদা নয়। এক বছর আগে বৈরুত বন্দরে হওয়া বিস্ফোরণের দিকে ইঙ্গিত করেছেন তিনি। এসব ঘটনার জন্য প্রেসিডেন্টসহ কর্মকর্তাদের দায় স্বীকার করে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন হারিরি।

ইউএইচ/

Exit mobile version