Site icon Jamuna Television

হার দিয়ে মৌসুম শুরু করলো ম্যানচেস্টার সিটি

ছবি: সংগৃহীত

ইপিএলে হার দিয়ে শুরু হলো ম্যানচেস্টার সিটির। মৌসুমের প্রথম বিগ ম্যাচে টটেনহ্যামের কাছে সন হিউং মিনের একমাত্র গোলে হেরেছে তারা।

লন্ডনের টটেনহ্যাম হটস্পার্স স্টেডিয়ামে শুরু থেকে অবশ্য দাপুটে ছিলো বর্তমান লিগ চ্যাম্পিয়ন সিটি। যেখানে ম্যাচে একাধিকবার এগিয়ে যাবার সুযোগ ছিলো তাদের সামনে। কিন্তু স্পার্স গোলরক্ষক হুগো লরিস একাধিকবার ত্রাতা হয়ে আসলে গোল বঞ্চিত হয় পেপ গার্দিওলার দল।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ পায় সিটি। কিন্তু ৫৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সনের শট ফাঁকি দিয়ে যায় সবাইকে। যা একই সাথে নিশ্চিত করে টটেনহ্যামের জয়ও।

ইউএইচ/

Exit mobile version