Site icon Jamuna Television

ফয়জুলের বাবা-মা আটক

শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুল হাসানের বাবা-মাকে আটক করেছে পুলিশ। সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে রোববার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তাদের আটক করে।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টায় হামলাকারীর মামা ফজুলর রহমানকে নিজ বাসা থেকে র‌্যাব-পুলিশ জিজ্ঞাসাবাদের আটক করে। মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম স্বপন সাংবাদিকদেরকে এ তথ্য জানান।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে হামলাকারী ফয়জুল। হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গুরুতর আহত অবস্থায় তাকে বর্তমানে ওসমানী হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version