Site icon Jamuna Television

তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আফগানিস্তান ছাড়ার হিড়িক

রোববার সন্ধ্যা থেকে কাবুল বিমানবন্দরে ভিড়।

তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আফগানিস্তান ছাড়ার রীতিমতো হিড়িক লেগেছে। রোববার সন্ধ্যা থেকে কাবুল বিমানবন্দরে ভিড় লেগে যায়। গুরুত্বপূর্ণ সড়ক পথগুলো বন্ধ থাকলেও হেঁটেই অনেকে এসে পৌঁছান হামিদ কারজাই আন্তর্জাতিক এয়ারপোর্ট।

গোলাগুলি আর রকেট হামলার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে বাণিজ্যিক ফ্লাইটের চলাচল। একটা পথই খোলা- বিভিন্ন দেশের সামরিক বিমান। সেগুলোয় ওঠার জন্যেই হুড়োহুড়ি লাগান আফগানরা। তাদের ভয়- তালেবান সরকার প্রতিষ্ঠা করলে আবারও ফিরে যেতে হবে ‘অন্ধকার যুগ’ হিসেবে খ্যাত ৯০’র দশকে।

অবশ্য রাজধানী কাবুলে ঢোকার পরই তালেবান জানিয়েছে, আফগানদের নিরাপত্তার দায়-দায়িত্ব বর্তমানে তারাই দেখবে। পূর্ণাঙ্গ ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করলেও চালানো হবে না অযথা হত্যাযজ্ঞ।

ইউএইচ/

Exit mobile version