Site icon Jamuna Television

বাংলাদেশ সফরে প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরে প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড। অনুশীলন করেই পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে কিউইরা।

আগামী ২৪ আগস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা কিউইদের। এরপর তিনদিন হোটেল কোয়ারেন্টাইন শেষে ২৯ আগস্ট সাভার বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু সিদ্ধান্ত বদলেছে কিউইরা।

এর আগে অস্ট্রেলিয়াও কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি সফরে। যদিও বিশ্বকাপ দলের একজন সদস্যও রাখা হয়নি নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে। আর সফরে আসার আগে তিন সদস্যের কিউই দল প্রস্তুতি দেখতে ঢাকায় আসবে আগামীকাল।

ইউএইচ/

Exit mobile version