Site icon Jamuna Television

কাবুল বিমানবন্দরে সকল বাণিজ্যিক ফ্লাইট স্থগিত

কাবুল বিমানবন্দরের সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর আতঙ্কে রয়েছেন সে শহরের মানুষ। এর মধ্যে বিমানে দেশছাড়ার সময় কাবুলের বিমানবন্দর এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় নিহত হন পাঁচজন। এর মধ্যে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সকল বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করেছে।

সোমবার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এদিকে যেসব আফগান বিমানবন্দরে ভিড় করেছেন, তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন টুইটারে বলেন, যোদ্ধাদের বলে দেয়া হয়েছে অনুমতি ছাড়া কেউ যেন কারও ঘরে প্রবেশ না করে।

Exit mobile version