Site icon Jamuna Television

কাবুলের নিয়ন্ত্রণে তালেবান: অর্থনীতিতে বিশৃঙ্খলা

কাবুলের আজিজি ব্যাংকের সামনে সেবাগ্রহীতাদের লাইন। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পরই দেশটির অর্থনীতিতে দেয়া দিয়েছে চরম বিশৃঙ্খলা।

কাবুলে তালেবানরা ঢুকছে এই খবরে রোববার (১৫ আগস্ট) ছুটি ঘোষণা করা হয় সব দফতরে। কর্মীদের বাড়িতে নিরাপদে থাকার নির্দেশ দেয় প্রশাসন। অর্থমন্দার আতঙ্কে ব্যাংক থেকে টাকা তোলা শুরু করেন আফগানরা। লেগে যায় ভিড়।

কিছুদিন আগেই দেশটির অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করেছেন। মূলত দেশের বিভিন্ন সীমান্তের রাজস্ব কার্যালয়গুলো তালেবান দখল করার কারণে তারল্য সংকটে পড়ে দেশটি। করোনা মহামারির জেরে আফগানিস্তানের জিডিপি সংকুচিত হয় ৩ দশমিক ৫১ শতাংশে। আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস ছিলো চলতি বছর আফগান অর্থনীতি ঘুরে দাঁড়াবে। প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬ শতাংশে। কিন্তু চলমান পরিস্থিতিতে সেটা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

Exit mobile version