Site icon Jamuna Television

সিনোফার্মের টিকা দেশে উৎপাদনে সমঝোতা চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে আজ

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোফার্ম তৈরি টিকা দেশে উৎপাদনের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে।

আজ সোমবার (১৬ আগস্ট) বিকাল ৩টায় দুইদেশের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট পক্ষ এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে। মহাখালীতে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। এসময় উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

চুক্তি অনুযায়ী, ইনসেপ্টা চীন থেকে টিকা তৈরির কাঁচামাল এনে তা বাংলাদেশে বোতলজাত ও বাজারজাত করবে। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত করোনা প্রতিরোধক টিকাটি অপেক্ষাকৃত কম দামে বাংলাদেশে সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version