Site icon Jamuna Television

বিনা অপরাধে কারাভোগ, অপমৃত্যু: তদন্তকারীদের আদালতে হাজিরের নির্দেশ

বিনা অপরাধে কারাভোগ করা মিনুর মামলার তদন্ত কর্মকর্তা ও তার অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তাকে ১ সেপ্টেম্বর নথিসহ আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৬ আগস্ট) দপুরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি কারাগারে আসামিদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে সরকারের জবাবও চেয়েছে আদালত। এ বিষয়েও ১ সেপ্টেম্বর জবাব দিতে বলা হয়েছে।

খুনের মামলায় আসামি না হয়েও প্রায় তিন বছর কারাভোগ করে গত ১৬ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মিনু আক্তার। কারামুক্তির ১৩ দিনের মাথায় চট্টগ্রামের ফৌজদার হাট সংযোগ সড়কের আরেফিন নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

২৯ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিনু আক্তার।

Exit mobile version