Site icon Jamuna Television

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার: নারী পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি।

দালালের খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়া ১৭ বছরের মেয়েকে নিজেই উদ্ধার করেছিলেন এক সাহসী মা। যমুনা টেলিভিশনে এ নিয়ে সংবাদ প্রচারের পর পাচারকারী মূলহোতাদের গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র‍্যাব জানায়, যমুনা টেলিভিশনে সাহসী মায়ের সেই গল্প প্রচারিত হলে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে কালা নাগিন সিন্ডিকেটের কালু, সোহাগ, ও বিল্লাল নামে তিনজনকে গ্রেফতার করেন তারা। রাজধানী ও মাদারিপুরের শিবচরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে মূলত ভারতে পাচার করত তারা। পাচার হওয়া নারীদের ভারতের বিভিন্ন যৌনপল্লিতে বিক্রি করতো এই চক্র।

Exit mobile version