Site icon Jamuna Television

এরশাদের ফ্ল্যাট নিয়ে বিদিশা, এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

বারিধারায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রেসিডেন্ট পার্কের ফ্লাট নিয়ে বিদিশা ও শাহতা জারাব এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা ও তার স্ত্রী জিন্নাতুন নাহার শিমু বাদী হয়ে আদালতে মামলাটি করেছেন।

সোমবার (১৬ আগস্ট) মহানগর দায়রা জজ আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার বাদী এইচ এম গোলাম রেজা বলেন, এরশাদের সাথে বিবাহ বিচ্ছেদের পর বিদিশা এক মামলার জবানবন্দিতে স্বীকার করেছিলেন যে, তিনি শাহতা জারাব এরিকের মা নন। সন্তান চুরি করে বিদিশা তার সাথে প্রতারণা করছে, এই মর্মে তিনি মামলা করেছেন। তিনি বলেন, বিদিশার বিরুদ্ধে সুনির্দিষ্ট পাসপোর্ট ও ভিসাসহ সকল কাগজপত্র আদালতে দাখিল করা হয়েছে।

মামলার এজাহারে এরিক বিদিশার গর্ভজাত নয় এছাড়া বারিধারায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি এরশাদের উল্লিখিত ফ্ল্যাটটি বিদিশা ও এরিক অবৈধভাবে দখলে নিয়েছেন বলে দাবি করা হয়।

Exit mobile version