Site icon Jamuna Television

মিসরের সাথে ১০ বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তিতে সৌদি আরব

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে গিয়ে মিসরের সাথে ১০ বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি করলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রোববার কায়রোতে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে বৈঠকে এ চুক্তি হয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরের দূষণ রক্ষায় রিয়াদ-কায়রোর মধ্যে চুক্তি সই হয়। সিনাই উপদ্বীপে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা মেগা সিটি প্রকল্পে বরাদ্দে সহায়তার আশ্বাস দিয়েছেন সিসি। গেলো অক্টোবরেই প্রায় সাড়ে ২৬ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে নিয়ম মেগা সিটির ঘোষণা দিয়েছিলো রিয়াদ।

মিসরের ক্ষমতা দখলের পর থেকেই সিসিকে আর্থিকসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত। তিন দিনের এ সফরে মিসর ছাড়াও ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র সফর করবে সৌদি যুবরাজ।

Exit mobile version