Site icon Jamuna Television

সেরা চলচ্চিত্রের অস্কার জিতলো ‘দ্য শেইপ অফ ওয়াটার’

৯০তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে একক আধিপত্য ছিলো না কোন চলচ্চিত্রের। সেরা ছবির পুরস্কার পেলো ‘দ্য শেইপ অব ওয়াটার’। ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন মেক্সিকান নিমার্তা, গিয়ারমো দেল তোরো।

ডার্কেস্ট আওয়ার চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন গ্যারি ওল্ডম্যান। এই ছবিটির জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও পান ৫৯ বছরের ব্রিটিশ এই শিল্পী।

‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং মিজৌরি’ মুভির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ৬০ বছর বয়সী ফ্রান্সেস ম্যাকডরমান্ড।

সেরা সহ-অভিনেতার পুরস্কারটি ঝুলিতে ভরেছেন স্যাম রকওয়েল। ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজৌরি’ মুভিতে পুলিশের ভূমিকায় ছিলো তার অনবদ্য অভিনয়। ‘আই টোনিয়া’ মুভির জন্য সহ-অভিনেত্রীর পুরস্কার জয় করেন এলিসন জেনি।

অ্যানিমেশন বিভাগে পুরস্কার জয় করে নেয় ‘কোকো’ মুভিটি। আর, ডকুমেন্টারি বিভাগে পুরস্কৃত হয়েছে রুশ এক বিজ্ঞানীর জীবনী অবলম্বনে তৈরী ‘ইকারাস’ মুভিটি।

Exit mobile version