Site icon Jamuna Television

ক্লাবের দুর্দিনে পাশে দাঁড়াতে বেতন কম নেবেন পিকেসহ বার্সার ৩ অধিনায়ক

ক্লাবকে সহযোগীতা করতে বেতন কম নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন বার্সার ৪ অধিনায়ক।

ফুটবল ক্লাব বার্সেলোনার চলমান আর্থিক দুরবস্থা কাটাতে নিজেদের বেতন কমিয়ে এনেছেন জেরার্ড পিকে সহ বাকি তিন অধিনায়ক।

আর্থিক অবস্থার অবনতির জন্য বার্সেলোনাকে আগেই ছাড়তে হয়েছে ইতিহাসের সেরা খেলোয়াড়কে। কিন্তু তাতেও নতুন খেলোয়াড়দের সাথে চুক্তিবদ্ধ হতে বাকি খেলোয়াড়দের বেতন কমিয়ে আনা ছাড়া অন্য উপায় নেই।

তাই আলোচনা সাপেক্ষে জেরার্ড পিকে আনুষ্ঠানিকভাবে নিজের বেতন অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে পিকে জানান, আরও তিন অধিনায়ক সার্জিয়ো বুসকেটস, সার্জিয়ো রবার্তো ও জর্ডি আলবাও ক্লাবের স্বার্থে নিজেদের বেতন কমাতে জন্য রাজি হয়েছেন।

/এসএইচ

Exit mobile version