Site icon Jamuna Television

ফের বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে

বিদেশে অধ্যয়নরত কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে এবং বিদেশে শিক্ষালাভে ইচ্ছুক, এমন শিক্ষার্থীদের টিকা গ্রহণের নিবন্ধন সম্পর্কিত আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় নিতে শুরু করেছে।

সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাহিদার পরিপ্রেক্ষিতে ১৬ আগস্ট জারিকৃত পরিপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ১৭ আগস্ট থেকে আবার শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। যা ২৬ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত চলবে।

যেভাবে আবেদন করবেন:

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, ভিসা-প্রযোজ্য ক্ষেত্রে), বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির কনফারমেশন ডকুমেন্ট, ছাত্রত্ব প্রমাণের সনদ, স্টুডেন্ট আইডি) স্ক্যান করে পিডিএফ বা জিপ ফাইল করে vaccine.coronacell@mofa.gov.bd ইমেইলে পাঠানোর অনুরোধ জানানো হয়।

এ ছাড়াও আবেদন ইমেইল পাঠানোর পাশাপাশি বাধ্যতামূলকভাবে এই অ্যাড্রেসে (https://forms.gle/KPa33LddmSKFPezd7) গিয়ে গুগল ফর্ম পূরণ করে আবেদন সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়।

Exit mobile version