Site icon Jamuna Television

মাশরাফীর বাড়ির সামনে ‘ই-অরেঞ্জ’ গ্রাহকদের বিক্ষোভ

মাশরাফির বাড়ির সামনে 'ই-অরেঞ্জ' গ্রাহকদের বিক্ষোভ।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার বাসার সামনে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কয়েকশ গ্রাহক বিক্ষোভ প্রদর্শন করেছে। এক পর্যায়ে তাদের সঙ্গে এলাকাবাসীর ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

সোমবার (১৬ আগস্ট) রাতে মাশরাফি বিন মর্তুজার ঢাকায় মিরপুরের বাসার সামনে বিক্ষোভ করেন ই-অরেঞ্জের গ্রাহকরা। এসময় তাদের সঙ্গে কথা বলেন মাশরাফী। তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন এই সংসদ সদস্য।

মাশরাফী গ্রাহকদের জানান, শুভেচ্ছা দূত হিসেবে ই-অরেঞ্জের সাথে তার ৬ মাসের চুক্তি শেষ হয়েছে ৩০ জুন। আইনি বাধ্যবাধকতা না থাকলেও গ্রাহকদের পাওনা আদায়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

এর আগেও ‘এসপিসি’ নামের একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন মাশরাফী। যদিও দুই মাসের ভেতর সেই চুক্তি থেকে বের হয়ে উকিল নোটিশ দিয়ে মামলা করেন এই সাবেক টাইগার অধিনায়ক।

Exit mobile version