Site icon Jamuna Television

হাইতির ভূমিকম্পে মারা গেছেন চৌদ্দশ, তিনদিনের রাষ্ট্রীয় শোক

হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪শর ওপর। আহত ৭ হাজারের বেশি। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

হাইতির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসেবে, প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়েছে ৩০ হাজারের বেশি পরিবার। যারা সুপেয় পানি এবং খাদ্যাভাবে ভুগছেন।

এর মধ্যে দুর্গত এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৌসুমী নিম্নচাপ ‘গ্রেস’। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি হবে ভূমিধস। ভূমিকম্পের কারণে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, এখন ঝড়ের কারণে সেটি হয়ে উঠবে বিপজ্জনক। উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে ভোগান্তি পোহাচ্ছেন। যুক্তরাষ্ট্র, চিলি, মেক্সিকো ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অন্যান্য রাষ্ট্রগুলো এগিয়ে এসেছে হাইতির সহায়তায়।

শনিবার ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে যায় পশ্চিমাঞ্চল। এরপরই, উদ্ধার এবং সংস্কার কাজের জন্য এক মাসের জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী।

Exit mobile version