Site icon Jamuna Television

তুরস্কে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭

তুরস্কে প্রলয়ঙ্করী বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়ালো।

তুরস্কে প্রলয়ঙ্করী বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়ালো। এখনও নিখোঁজ কমপক্ষে ৫০ জন।

গেলো সপ্তাহ থেকেই কৃষ্ণসাগরের তীরবর্তী ৩টি প্রদেশ প্রবল বন্যায় বিপর্যস্ত। ভেসে গেছে হাজারো ঘরবাড়ি-যানবাহন। ভেঙ্গে পড়েছে সুউচ্চ স্থাপনা, সংযোগ সেতু। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ‘কাস্তামানু’ প্রদেশ; যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬২ জন। এছাড়া সিনোপ প্রদেশে মারা গেছেন আরও ১৫ বাসিন্দা।

এদিকে, এলাকাগুলোয় ৪০টি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে; নেই পর্যাপ্ত খাবার ও সুপেয় পানি। অঞ্চলটিতে কর্মরত রয়েছেন ৮ হাজার উদ্ধারকর্মী। তাদের সাথে কাজ করছে প্রশিক্ষিত ২০টি কুকুর। সহযোগিতার জন্য রয়েছে ২০টি হেলিকপ্টার ও দুটি সামরিক বিমান। গেলো একমাসে দাবানল-বন্যায় বিপর্যস্ত তুরস্ক।

ইউএইচ/

Exit mobile version