Site icon Jamuna Television

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কারণেই সেখানে এ পরিস্থিতি তৈরি হয়েছে: মন্তব্য চীনের

গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় আফগান পরিস্থিতির জন্য আমেরিকাকে দায়ী করে মন্তব্য করেছে চীন।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কারণেই সেখানে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, বলে মন্তব্য করেছে চীন।

গতকাল সোমবার (১৬ আগস্ট) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এমন মন্তব্য করে চীন।

জাতিসংঘে বেইজিং এর স্থায়ী প্রতিনিধি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ইঙ্গিত দিয়ে বলেন, যে সব দেশ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলো তারা নিঃসন্দেহে ব্যর্থ হয়েছে। মার্কিন অভিযানের কারণেই জঙ্গিবাদ ছড়িয়েছে সেখানে।

বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিয়ো গুতেরেস বলেন, কাবুলে প্রতি মুহূর্তের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, সেখানে নারীদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদেরকে অন্ধকার যুগের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আফগান জনগণের সহায়তায় সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিয়ো গুতেরেস আরও বলেন, আফগানিস্তানের সকল পক্ষকে, বিশেষ করে তালেবানের প্রতি আহ্বান জানাই, তারা যেন প্রতিটি প্রাণ রক্ষায় বিশেষ গুরুত্ব দেয়। মানবিক সংকট এড়াতে অবশ্যই সংঘাতের পথ পরিহার করতে হবে। আফগানিস্তানে কখন কি ঘটছে সব বিষয়েই নজর রাখছি আমরা।

/এসএইচ

Exit mobile version