Site icon Jamuna Television

রিয়ালের সাথে চুক্তি নবায়ন থিবো কোর্তোয়ার

থিবো কোর্তোয়া। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সাথে ৫ বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত মাদ্রিদ জায়ান্টদের ডেরায় থাকবেন কোর্তোয়া।

২০১৮ সালে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেলজিয়ামের এই গোলরক্ষক। ব্লাঙ্কোস শিবিরে যোগ দেবার পর থেকেই দুর্দান্ত পারফর্ম করে আসছেন কর্তোয়া। তার পারফরম্যান্সে তুষ্ট হয়েই তার সাথে চুক্তি নবায়ন করলো ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি।

এদিকে, রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ১৩০ ম্যাচ খেলেছেন তিনি। ৫২টিতে কোনো গোল হজম করেননি কোর্তোয়া।

ইউএইচ/

Exit mobile version