Site icon Jamuna Television

ইরাক সীমান্তে বোমা বিস্ফোরণ, ৩ তুর্কি সেনা নিহত

সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সময় ইরাক সীমান্তে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩ জন তুর্কি সেনা মারা গেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (১৬ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিস্ফোরণে আরও দুইজন সেনা আহত হয়েছে, সামরিক হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে নিহত ও আহ সেনাদের নাম-পরিচয় এবং তাদের বর্তমান শারীরিক পরিস্থিতি জানায়নি আঙ্কারা।

মূলত সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পিকেকে বিরোধী অভিযান চালাচ্ছিলো তুরস্কের সেনাবাহিনী। দীর্ঘদিন যাবৎ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ সক্রিয় দলটি। গেলো সপ্তাহেও দেশের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটি লক্ষ্য করে মর্টারশেল ছোঁড়ে পিকেকে সদস্যরা। তাতে মৃত্যুবরণ করেন এক সেনা সদস্য।

Exit mobile version