Site icon Jamuna Television

মেসির ৬০০তম গোলে বার্সেলোনার জয়

লিগে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে জায়ান্ট বার্সেলোনা। শিরোপার নিকট প্রতিদ্বন্দী অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। এদিন দারুণ এক গোল করে ক্যারিয়ারের ৬শ তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি।

পয়েন্ট টেবিলের হিসেবে লিগের দুই শীর্ষক্লাব। শিরোপা লড়াইয়ে এই ম্যাচে বার্সাকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার সুযোগ ছিলো অ্যাটলেটিকোর। কিন্তু সুযোগ দিলেন না লিওনেল মেসি। ম্যাচের ২৬ মিনিটে তার দারুণ এক ফ্রি কিকে লিড পায় বার্সা।

এরই সঙ্গে ক্যারিয়ারের ৬শ গোলের অনন্য এক কীর্তি গড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পুরো খেলায় হয়নি আর কোন গোল। ১-০ গোলের জয়ে ২৭ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট এখন শীর্ষে থাকা বার্সেলোনার। লিগে এখনো ১১ ম্যাচ বাকী, যেখানে দুইয়ে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে ভালভারদে শীষ্যরা।

Exit mobile version