Site icon Jamuna Television

‘বন্দুকযুদ্ধে’ ‘হাসান বাহিনী’র সেকেন্ড-ইন কমান্ড নিহত

বাগেরহাট প্রতিনিধি:

র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনের বনদস্যু ‘হাসান বাহিনী’র সেকেন্ড-ইন কমান্ড আতাউর ও সদস্য রবিউলনিহত হয়েছে। র‌্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স মুঠোফোনে জানান, সুন্দরবন ও গভীর সমুদ্রে মাছধরা জেলেদের উপর বনদস্যুদের মুক্তিপণ আদায়ের ঘটনা হঠাৎ করে বেড়ে যাওয়ায় র‌্যাবের টহল জোরদার করা হয়।

এরই অংশ হিসেবে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা থানার মাঝের চর এলাকা দিয়ে অতিক্রম করার সময় বনদস্যু হাসান বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবের ভাষ্য, আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি চালায়। এভাবে প্রায় আধা ঘণ্টা ‌‘বন্দুকযুদ্ধ’ চলার এক পর্যায়ে দস্যুরা পিছু হটে। র‌্যাব ও স্থানীয় জেলেরা মাঝের চরের গহীন বনের মধ্যে তল্লাসি চালিয়ে দুইটি মৃতদেহ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয় জেলেরা তাদেরকে বনদস্যু হাসান বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড আতাউর ও দস্যু রবিউল বলে শনাক্ত করেন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দস্যুদের ব্যাবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

Exit mobile version