Site icon Jamuna Television

বব ডিলানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

ছবি: সংগৃহীত

নোবেলজয়ী মার্কিন সংগীতশিল্পী-গীতিকার বব ডিলানের বিরুদ্ধে অজ্ঞাত এক নারী যৌন নির্যাতনের অভিযোগ এনেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শুক্রবার (১৩ আগস্ট) নিউইয়র্কের এক আদালতে বব ডিলানের বিরুদ্ধে এই অভিযোগ করেন ওই নারী।

অজ্ঞাত ওই নারীর অভিযোগে বলা হয়, ১৯৬৫ সালে যখন আমার বয়স ১২ বছর ছিল তখন আমাকে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য ও মদ পান করিয়ে যৌন নির্যাতন করা হয়। বব ডিলান ওই বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রায় ছয় সপ্তাহ ধরে তার ওপর নিপীড়ন চালান। ওই নারী আরও দাবি করেন, নিউইয়র্কে বব ডিলানের নিজস্ব বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ওই যৌন নির্যাতন চালানো হয়েছিল।

এবিষয়ে বব ডিলানের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ৫৬ বছর আগের এ দাবি মিথ্যা এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী বব ডিলানকে ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তাকে সর্বকালের সেরা কণ্ঠশিল্পী ও গীতিকার বলেও বিবেচনা করা হয়ে থাকে। বিশ্বে এখন পর্যন্ত তার অ্যালবাম সর্বমোট ১২৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।

Exit mobile version