Site icon Jamuna Television

ক্রিকেটের উন্নয়নে দারুণ আশাবাদী আফগান বোর্ড প্রধান

ছবি: সংগৃহীত

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর রদবদল করা হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডে। ফারহান ইউসেফ জাইকে সরিয়ে দেয়া হয়েছে চেয়ারম্যানের পদ থেকে। তার পরিবর্তে আজিজুল্লাহ ফাযলিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগেও এক দফা আফগান বোর্ডের চেয়ারম্যান পদে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন আজিজুল্লাহ। যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেট উন্নয়নে দারুণ আশাবাদী এসিবির নতুন বোর্ড প্রধান। ১ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান। প্রথমে আরব আমিরাতে হবার কথা থাকলেও এখন শ্রীলঙ্কার হাম্বানটোটায় এই সিরিজ আয়োজন করতে চায় আফগান বোর্ড।

আফগানিস্তানের চলমান অস্থিরতায় সিরিজটি শেষ পর্যন্ত কোথায় হবে, সে উত্তর কেবল সময়ই দিতে পারে। তবে আগামী সেপ্টেম্বরে কাবুলে আফগানদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাগিজা ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে আফগান বোর্ডের।

Exit mobile version