Site icon Jamuna Television

অ্যাডিডাস খুঁজছে সতেরশো ম্যারাডোনাকে

বোকা জুনিয়র্সের জার্সি গায়ে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। ছবি: সংগৃহীত

বোকা জুনিয়র্সের হয়ে ১৯৮১ সালে আর্জেন্টিনা লিগের শিরোপা জিতেছিলেন ম্যারাডোনা। মহানায়কের এমন কীর্তিতে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার নামে রাখা হয়েছিল সে বছর ১ হাজার ৭০৩ জন নবজাতকের নাম।

জার্মানির বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস খুঁজতে শুরু করেছে ৪০ বছর বয়সী সেই ব্যক্তিদের। কারণ চলতি মৌসুমে নাইকিকে সরিয়ে বোকা জুনিয়র্সের জার্সি স্বত্ব কিনেছে অ্যাডিডাস। ব্যান্ড্রিংয়ের অংশ হিসেবে অ্যাডিডাসের পক্ষ থেকে তাদের হাতে উপহার হিসেবে দেয়া হবে ১৯৮১ সালে বোকা জুনিয়র্সের আদলে তৈরি করা ক্লাবের নতুন জার্সি।

গত সপ্তাহে বোকা এবং অ্যাডিডাস তাদের নতুন মৌসুমের জার্সি প্রকাশ করেছে। সেই জার্সি অনেকটাই আজ থেকে ৪০ বছর আগের ম্যারাডোনা এবং তার বোকা সতীর্থদের জার্সি থেকে অনুপ্রাণিত।

Exit mobile version