Site icon Jamuna Television

আফগান শরণার্থীদের গ্রহণে প্রস্তুত পর্তুগাল

ছবি: সংগৃহীত

জহুরুল ইসলাম মুন, পর্তুগাল:

আফগান শরণার্থী গ্রহণ এবং তাদের সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত পর্তুগাল সরকার।

সোমবার (১৬ আগস্ট) লিসবন মিউনিসিপালিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। পর্তুগালের রাজধানী লিসবন মিউনিসিপালিটির মেয়র ফার্নান্দো মেদিনা সরকারের পক্ষে আন্তর্জাতিক শরণার্থী প্রতিনিধির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফার্নান্দো মেদিনা বলেন, যারা বিশ্বব্যাপী গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের রক্ষা করতে আমরা দায়িত্বশীল। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি আফগান নারী, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে যারা জনগণের সামনে এসেছিলেন তাদের জন্য বেশি উদ্বেগের।

তিনি বলেন, লিসবন এমন একটি শহর, যা বিশ্বের যেকোনো প্রান্তের মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। কাবুলে বর্তমানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি তা খুবই মর্মান্তিক। তাছাড়া আফগানিস্তানের জনগোষ্ঠী ভয় এবং দমন-পীড়নের মধ্যে রয়েছে। তারা উন্নত জীবন চায়, তাই তাদের জন্য লিসবনেরও দায়িত্ব রয়েছে।

Exit mobile version