Site icon Jamuna Television

হাইতির ভূমিকম্পে নিহত প্রায় ২ হাজার, ঘূর্ণিঝড়ে ব্যাহত উদ্ধার তৎপরতা

ছবি: সংগৃহীত

হাইতির ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দু’হাজারের কাছাকাছি পৌঁছালো। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর আহত ১০ হাজারের মতো বাসিন্দা। স্থানীয় হাসপাতাল এবং অস্থায়ী সেবাকেন্দ্রগুলোয় তাদের চিকিৎসা দেয়া হলেও অনেকের অবস্থাই সংকটাপন্ন। এছাড়া ধ্বংসস্তুপের নিচে চাপা পড়াদের উদ্ধার করা হলে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে, এমনটাও আশঙ্কা কর্তৃপক্ষের।

দেশটিতে নিহতদের স্মরণে চলছে ৩ দিনের শোক। এর মাঝেই ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গ্রেস। যার প্রভাবে মঙ্গলবার দিনভর ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৈরি আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে উদ্ধার তৎপরতাও।

উল্লেখ্য, গত শনিবার ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চল। পরিস্থিতি মোকাবেলায় এক মাসের জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী।

Exit mobile version