Site icon Jamuna Television

ক্লাইভ লয়েডকে টপকে ভিরাট এখন টেস্টের চতুর্থ সফল অধিনায়ক

ছবি: সংগৃহীত

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়ের সাথে ভিরাট কোহলি গড়লেন রেকর্ড। অধিনায়ক হিসাবে টেস্ট ম্যাচ জয়ের তালিকায় ক্লাইভ লয়েডকে টপকে তিনিই এখন টেস্টের চতুর্থ সফল অধিনায়ক। সেই সাথে এশীয় অধিনায়ক হিসাবেও গড়েছেন রেকর্ড।

ক্লাইভ লয়েড অধিনায়ক হিসাবে জিতেছেন ৩৬ টি টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের সাথে দ্বিতীয় টেস্ট জয়ের মাধ্যমে ৩৭ জয় নিয়ে ভিরাট টপকে গেলেন লয়েডকে। এখন ভিরাটের সামনে আছে স্টিভ ওয়া, রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথ।

সর্বাধিক ৫৮টি টেস্ট জয় নিয়ে গ্রায়েম স্মিথ আছেন সবার উপরে। তার পরের অবস্থানেই আছেন রিকি পন্টিং; তার জয় ৪৮টি টেস্ট। অজি অধিনায়ক স্টিভ ওয়াহ জিতেছে ৪১টি টেস্ট ম্যাচ।

এছাড়াও ভিরাট কোহলি একমাত্র এশীয় অধিনায়ক যার দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে আছে টেস্ট জয়ের কীর্তি।

Exit mobile version