Site icon Jamuna Television

ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন মিউনিখ

ছবি: সংগৃহীত

জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভানডভস্কির জোড়া গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন।

প্রতি মৌসুমের শুরুতে গেল আসরের জার্মান লিগ ও কাপ চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সুপার কাপ। সদ্য প্রয়াত জার্মান কিংবদন্তী জার্ড মুলারকে সম্মান জানিয়ে শুরু হয় ম্যাচ।

শুরু থেকেই গোছানো ফুটবল খেলেছে বায়ার্ন। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত। সার্জ নাব্রির অ্যাসিস্টে বায়ার্নকে এগিয়ে দেন রবার্ট লেভানডভস্কি। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। এবার স্কোরশিটে নাম তোলেন টমাস মুলার। ৬৪ মিনিটে মার্কো রয়েস ডর্টমুন্ডের হয়ে এক গোল শোধ দেন। ৭৪ মিনিটে বায়ার্ন গোলমেশিন লেভানডভস্কি নিজের দ্বিতীয় গোল করলে ৩-১ গোলের জয়ে শিরোপা উৎসবে মাতে বাভারিয়ানরা।

Exit mobile version