Site icon Jamuna Television

উপ-সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

উপ-সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে কোটি টাকা আত্মসাৎ চক্রের দুই সদস্য গ্রেফতার।

ভুয়া উপ-সচিব ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে বিদেশ নেয়ার কথা বলে কোটি টাকা আত্মসাৎকারী চক্রের ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই। বুধবার (১৮ আগস্ট) সকালে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পিবিআই জানায়, ‘আল-আরাফাত ট্রাভেল অ্যান্ড ট্যুর’ নামে ভুয়া ট্রাভেল এজেন্সি খুলে ইউরোপ ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর নামে মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিতো চক্রটি।

রাজধানীর গুলশানের ইউনিকর্ন প্লাজায় এই চক্রের অফিসের ঠিকানা থাকলেও সেখানে তাদের কোনো শাখা বা অফিসের অস্তিত্ব পাওয়া যায়নি বলেও জানায় পিবিআই।

ইউএইচ/

Exit mobile version