Site icon Jamuna Television

হেলেনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রতারণার মামলায় মেলেনি জামিন

হেলেনা জাহাঙ্গীর।

মাদক মামলাসহ বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। অন্যদিকে রাজধানীর পল্লবী থানায় প্রতারণার অভিযোগে করা মামলায় তাকে জামিন দেননি আদালত।

বুধবার (১৮ আগস্ট) তাকে আদালতে হাজির করেন সিআইডির তদন্ত কর্মকর্তা। হেলেনা জাহাঙ্গীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তা রেকর্ড করা হয়।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) টেলিযোগাযোগ আইনের মামলায় জামিন পান হেলেনা জাহাঙ্গীর।
এখন পর্যন্ত তার বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাসহ তিনটি মামলা চলমান আছে।

/এস এন

Exit mobile version